বগুড়ার সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

155

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া-১ আসনের  প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে সারিয়াকান্দি পাবলিক মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু , বগুড়া  জেলা পরিষদের  চোয়ারম্যান  ডা: মকবুল হোসেন , প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের একমাত্র পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার, সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: মিনহাদুজ্জামান লিটন , সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ফারাজী ,সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইযুব আলী তরফদার প্রমুখ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার নব নির্বাচিত মেয়র মতিউর রহমান মতি ।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।