কাহালু উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সাবানপুর স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দুপচাঁচিয়ার আনিছার রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিরতে কাহালুর সাবানপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আমিনুলকে গ্রেফতার করা হয়েছে।
কাহালু থানার এসআই মাহবুব আলম জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে।।