বগুড়া ডিবি পুলিশের অভিযানে গাঁজা ব্যবসায়ী শফিকুল আলম গ্রেফতার

167

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার,
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি পুলিশের টিম মাদক বিরোধী অভিযানে ১,কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিকুল আলমকে গ্রেফতার করেছেন।

বগুড়া ডিবি পুলিশের একটি টিম গত ১৭ জানুয়ারি রাত্রি ২০.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানার কর্নপুর জোড়গাছা সাকিনস্থ মহতি টেলিকম ও ডিপার্টমেন্টাল স্টোরের সামনে হইতে এক কেজি গাঁজাসহ দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত শামছুদ্দিন ছেলে গাঁজা ব্যবসায়ী মোঃ শফিকুল আলম (৫০)কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।