শিবগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী মতিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে;হেনা

166

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেছেন, বিএনপি তথা শহীদ জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মানেই ধানের শীষ মার্কা। তাই শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে সকল দ্বন্দ ভুলে সবাইকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাবেক ২ বারের সফল মেয়র শেখ মতিয়ার রহমান মতিনকে বিপুল ভোটে বিজয়ী করতে যুবদল-ছাত্রদলসহ সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনে কেউ বাধাঁ সৃষ্টি করতে চাইলে নেতা-কর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আগামী ৩০ জানুয়ারী শিবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সোমবার বিকালে পৌরসভার অর্জুনপুর গ্রামে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শেখ মতিয়ার রহমান মতিন এর ধানের শীষ মার্কার নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম এর সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি নেতা হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, মেয়র প্রার্থী শেখ মতিয়ার রহমান মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা বুলবুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলী,উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শাহিন ।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শাকিল আহম্মেদ, ছাত্রদল নেতা খালিদ হাসান আরমান,বিপুল রহমান, জিকো, সুজন, চাঁন মিয়া প্রমুখ।
পরে প্রধান অতিথি পৌরসভার আকন্দ পাড়া ও পাইকপাড়া এলাকায় দুটি পথ সভায় বক্তব্য রাখেন। দুটি পথ সভায় বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।