ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব-তামিমদের বিশেষ জার্সি

110

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ব্যাপারে বলেন, ‘করোনার কারণে দীর্ঘ ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তাই এই দুটি অনুষ্ঠানের (স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী) সঙ্গে মিল রেখে সিরিজটি স্মরণীয় করে রাখতে বোর্ড প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।’

আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের জাতীয় পতাকার মতো জার্সিতে থাকবে লাল এবং সবুজ রং। জাতীয় পতাকার মতো লাল সূর্যটি গর্বের সঙ্গে জার্সিতে সেট করা হবে। সেখানে মুক্তিযোদ্ধাদের আনন্দ ও উদযাপনের চিত্র থাকবে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ এখানে প্রদর্শিত হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বোর্ড মুদ্রা তৈরি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণে বিশেষভাবে জোর দিচ্ছে।

আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা এখানে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য একটি বিশেষ উৎসব। কারণ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হচ্ছে। আমাদের মধ্যে উদযাপন করার মতো জার্সি আছে। জার্সিটি আমাদের জাতীয় পতাকার মতো, সবুজ ও লাল দিয়ে তৈরি হবে। এখানে অন্য কোনো রং নেই। আমাদের পতাকায়, লাল সূর্যটি যেভাবে রয়েছে, আমরা তা ফুটিয়ে তুলব। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে জয়ী হওয়ার পর যেভাবে আনন্দ উদযাপন করেছিলেন, তাঁরা যেভাবে আমাদের স্বাধীনতা ও আমাদের জাতীয় শহীদদের স্মৃতি উদযাপন করেছেন, তা জার্সিতে থাকবে। আমি আশা করি, সবারই এটি পছন্দ হবে।’

বিসিবির এই পরিচালক আরো বলেন, ‘আমরা অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু করোনার কারণে সবকিছু করা সম্ভব হচ্ছে না। তারপও আমরা আরো কিছু করার চেষ্টা করছি। আমরা স্মরণীয় করে রাখতে মুদ্রাও তৈরির চেষ্টা করছি। আমাদের যেহেতু সময় রয়েছে, তাই আমরা খুব দ্রুতই এটি চূড়ান্ত করার চেষ্টা করব।’