দেশের সকল উপজেলায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার দাবীতে বগুড়ায় সংবাদ সম্মেলন

130

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

দেশের সকল উপজেলায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।  সোমবার ১২টায় বগুড়া প্রেসক্লাবে মুক্তিযোদ্ধারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন সং¯ার অধীনে অভিন্ন নামে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উদাহরন হিসেবে ক্যান্টেমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বিমান বাহিনী স্কুল এন্ড কলেজ, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড, আমর্ড পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজসহ শত শত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যা বর্তমানে এমপিও ভুক্ত করে সরকারি অর্থ গ্রহন করছে। বগুড়ার মুক্তিযোদ্ধারা জেলার ১২টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ¯াপন করলেও অদ্যাবধি দেশের প্রতিটি উপজেলায় এখন পর্যন্ত এধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই। বর্তমান সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর সুদৃষ্টি দিলে সারাদশে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জেলা শহরে মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রশিক্ষণ ও গবেষনা একাডেমি পুরোপুরি চালু হলে ৬০ হাজার মুক্তিযোদ্ধা প্রজন্মের ৫লাখ অদক্ষ জনশক্তি রপ্তানী দিগন্তের সূচনা হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযোদ্ধাগণ। তারা বর্তমান সরকারের সুদৃষ্টির জন্য বিভিন্ন ধরনের সুপারিশ সমূহ এ সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তোজাম্মেল হক। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করার ঘোষনা করেছেন এবং ২০৩০ সালের মধ্যে দেশকে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় স্বয়ংসম্পন্ন করতে চান। তারই অংশ হিসেবে মুক্তিযোদ্ধারা যে সমস্ত দাবী নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি অবশ্যই মুক্তিযোদ্ধাদের এ প্রত্যাশা পূরন করবেন। সংবাদ সম্মেলনে উপ¯িত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, শাজাহান আলী, নুরুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।