দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮৫তম জন্মদিন উপলক্ষে দুপচাঁচিয়া থানা বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯জানুয়ারি মঙ্গলবার বিকেলে তেমাথা বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একেএম মনিরুল ইসলাম খান স্বপন, আহবায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন হেলাল, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু, যুবদল নেতা মোজাফ্ফর রহমান টিটু, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন ওয়াসিম, ছাত্র নেতা ফজলে রাব্বী প্রমুখ। দোয়া পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মাওঃ শহীদুল ইসলাম।