দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের নেতৃবৃন্দকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা

155

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার পক্ষ থেকে গত ১৮জানুয়ারি সোমবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত উপজেলা আ’লীগের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা শেষে বক্তব্য রাখেন রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। এসময় শিক্ষক সমিতির সদস্য গৌর চন্দ্র দাস, আব্দুল হাকিম সুইট, জিয়াউল হক, বাবুল আক্তার, হারুনুর রশিদ, মকবুল হোসেন প্রমুখ।