ম্যাচের আগে নতুন অধিনায়ককে মাশরাফীর দোয়া

157

খেলাধুলা ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দেয়া পোস্টে মাশরাফী লেখেন, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা।

তিনি আরও লেখেন, “তামিম ইকবাল খান”এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -(বাংলাদেশ)

এদিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা মাঠে গড়াচ্ছে। ক্যালেন্ডারের পাতায় পাক্কা ৩১৩ দিন। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর কোনোদিন এতগুলো দিন ক্রিকেট ছাড়া থাকেননি খেলোয়াড়রা। প্রায় এক বছর পর দর্শকরা তামিমের পাওয়ার শট, ব্যাটে-বলে সব্যসাচী সাকিবকে দেখতে উন্মুখ। অসুস্থ পৃথিবীর মাঝে লাল-সবুজদের ক্রিকেট ফেরায় সবচেয়ে খুশি তারাই।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। তবে সুযোগ হয়নি মাশরাফীর।

বুধবার বেলা সাড়ে ১১টায় ম্যাচটি মাঠে গড়াবে।