আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল এখন ভারত

164

খেলাধুলা ডেস্ক
ব্রিসবেনের গ্যাব্বায় দর্পচূর্ণ অস্ট্রেলিয়ার। ৩২ বছর পর হারতে হল। তার ওপর সিরিজ হার। সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও পা হড়কাল অস্ট্রেলিয়া। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে ভারত। ১৩ টি টেস্টের মধ্যে ৯ টিতে জিতেছে টিম ইন্ডিয়া। হেরেছে তিনটি ম্যাচে। আর ড্র হয়েছে একটি টেস্ট। ৪৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে এখন ভারত।

তবে করোনা পরবর্তী সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে জয়ের শতাংশ হিসাব করা হচ্ছে। সেই নিরিখেও এক নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। ৭১.৭% জয়ের হার ভারতের। ৭০% হারে ম্যাচ জিতে তালিকায় দু নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের পয়েন্ট ৪২০। তবে অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে। তাদের জয়ের হার ৬৯.২%। পয়েন্ট ৩৩২।

এদিকে, আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে দু’‌নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। ১১৭.৬৫ রেটিং পয়েন্ট টিম ইন্ডিয়ার। ১১৮.৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। অন্যদিকে, এক ধাপ নেমে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া।