বগুড়া ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

267

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার,
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি পুলিশের টিম মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা ও ৫ মামলার আসামি মোঃ তারা মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বগুড়া ডিবি পুলিশের একটি টিম ২০ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টার সময় বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কালিতলা ফেরিঘাট সাকিনস্থ মতি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে হইতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সময় সারিয়াকান্দি উপজেলার শিমুল তাইড় ( ভাঙ্গুরগাছা চর) গ্রামের মৃত ছকমান শেখের ছেলে মোঃ তারা মিয়া (৩৯) কে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সারিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।