স্পোর্টস রিপোর্টার
গতবছরের মাঝামাঝি সময় থেকেই বিশ্বব্যাপী চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যুক্তরাষ্ট্রে পুলিশের অমানবিক নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সরব হয় পুরো বিশ্ব, একযোগে শুরু হয় কৃষ্ণাঙ্গদের নিরাপত্তার আন্দোলন। অন্যান্য অঙ্গনের তারকাদের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনও অংশ নিয়েছে এতে। যার শুরু ইংল্যান্ড থেকে, এই আন্দোলন এখন নিউজিল্যান্ড হয়ে ছুঁয়েছে বাংলাদেশকেও।
বুধবার ৩১৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বাংলাদেশে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে আজ। বিরতি কাটিয়ে বাংলাদেশের ক্রিকেট ফেরার দিনেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্ম হয়েছিলেন তামিম-সাকিবরা। অবশ্য এই আন্দোলন নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিল ক্যারিবিয়ানরাও। তাদের সঙ্গে এবার বাংলাদেশের ক্রিকেটাররাও শামিল হয়েছেন।
ম্যাচ শুরুর ৫ মিনিট আগে দুই দলের ক্রিকেটাররা সাড়িবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এর আগে রঙিন বেলুন উড়িয়ে ফেরার দিনটি রাঙিয়ে তোলে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।