সোনাতলা নওদাবগা যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা

241

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ নওদাবগা যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় পরাজিত দল সোনাতলা তেকানী চুকাইনগর, বিজয়ী দল গাবতলী কাগইল, উক্ত খেলার প্রধান অতিথি উপস্থিত ছিলেন , প্রভাষক রফিকুল ইসলাম মতিন, সাধারন সম্পাদক জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগ ও নৌকা মনোনয়ন প্রত্যাশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শিপলু যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সোনাতলা উপজেলা এবং এলাকার ফুটবল প্রমি জনতা।