চেলসিকে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে লেস্টার সিটি

240

খেলাধুলা ডেস্ক

একদিন পরই শীর্ষস্থান খোয়াতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। চেলসিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে লেস্টার সিটি। প্রায় ৮ বছর পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এককভাবে দখল করা রেড ডেভিলরা আগের ম্যাচে লিভারপুলের মাঠে পয়েন্ট ভাগাভাগি করায় সুযোগটা তৈরি হয়েছিল দ্য ফক্সদের সামনে। ঘরের মাঠে তা হাতছাড়া করেনি ব্র্যান্ডন রজার্স শিষ্যরা।

ম্যাচের শুরু থেকে লেস্টার বেশ চাপে রাখে প্রতিপক্ষকে। সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দিতে খুব একটা সময় নেয়নি ফক্সরা। ম্যাচের ৬ মিনিটে লিড পায় স্বাগতিক ক্লাবটি। বার্নসের পাস থেকে গোল করে ১-০’তে এগিয়ে নেন দলকে।

এরপর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা ছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড শিষ্যদের। কিন্তু কোনভাবেই যেন লেস্টারের রক্ষণ দুর্গ ভাঙতে পারছিল না। তবে ৩৮ মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্লুরা। কিন্তু ভিএআরে বাতিল হলে এই পর্যায়ে আর সুযোগ হয়নি সমতায় ফেরার।

৪১ মিনিটে উল্টো আরও এক গোল হজম করে বসে লন্ডনের ক্লাবটি। এবার স্পট লাইটে ম্যাডিসন। আলব্রাইটনের পস থেকে বোকা বানান চেলসির রক্ষণকে। ২-০ গোলের লিড স্বাগতিক শিবিরে। ফলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ল্যাম্পার্ড শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের ফেরার চেষ্টা ছিল ব্লুদের। কিন্তু দিনটা ছিল লেস্টারসিটির। বেশ কয়েকটি আক্রমণ ছিল চোখে পড়ার মতো কিন্তু ফক্সদের রক্ষণ দুর্গ ভাঙতে ব্যর্থ হলে আর ম্যাচে ফেরা হয়নি চেলসির। লিড আরো বড় করার চেষ্টা ছিল লেস্টারের। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি।