বগুড়ায় করোনায় নতুন করে শনাক্ত ১৮,সুস্থ ২৬

163

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০১টি নমুনার ফলাফলে নতুন করে ১৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭দশমিক ৮২শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে সদরের ১৫, শেরপুর ২ এবং বাকি একজন গাবতলীর বাসিন্দা।

বুধবার  দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা  স্বাস্থ্য দপ্তর।

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ১৯ জানুয়ারি জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৭ নমুনায় ২ জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৭৮৬জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৩০৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৩৯জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৪০জন।