দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২১বছরে পদার্পন পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধির আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে। গত ২০জানুয়ারি বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেসকাব কার্যালয়ে এক আলোচনা সভা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমডি শিমুল এর সভাপতিত্বে এবং কাবের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, দুপচাঁচিয়া নিউ মার্কেটের স্বত্বাধিকারী ও উপজেলা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সিনিয়র সাংবাদিক এম, সরওয়ার খান, সাংবাদিক আজিজুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, কাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, দুপচাঁচিয়া অনলাইনের স্বত্বাধিকারী হারুনুর রশিদ দেওয়ান, প্রভাষক হাবিবুর রহমান, ব্যবসায়ী ফারুক আহম্মেদ চঞ্চল, মিল্টন বসাক, শাহীদুর রহমান কয়েন, সহ কাবের সদস্যবৃন্দ। সভায় বক্তরা ভোরের দর্পণ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।