শংকর কুমার,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ করে দিন। নৌকা মার্কা ছাড়া এই পৌরসভা মানুষের উন্নয়ন সম্ভব নয়। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম সরকারি মডেল হাইস্কুল মাঠে রিক্সা-ভ্যান শ্রমিক আয়োজিত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল চাঁদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়রপ্রার্থী ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, আ’লীগ নেতা শফি উদ্দিন, আলী হাসান, মুকুল হোসেন, স্বপন চন্দ্র, আফজাল হোসেন, মখলেছুর রহমান, মোরশেদুল বারী, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র, সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ, শ্রমিক লীগের সাধারন সম্পাদক শরিফুল হক, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান, ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ, সহ-সভাপতি আল নোমান, যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। পরে নৌকা প্রার্থীর পক্ষে দুইশতাধিক রিক্সা-ভ্যান নিয়ে শো-ডাউন দেয়া হয়।