বগুড়ায় করোনায় আরো এক নারীর মৃত্যুঃ নতুন শনাক্ত ১৩

253

স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৯টি নমুনার ফলাফলে নতুন করে ১৩জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩দশমিক ৯৯শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৩জন। তবে করোনায় নতুন করে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী হলেন- বগুড়া সদরের খান্দার এলাকার মেরিনা খাতুন(৫৫)। তিনি বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই নিয়ে জেলায় মোট মৃত্যু ২৪০জনে দাঁড়ালো।

এছাড়া নতুন আক্রান্ত ১৩জনের মধ্যে সদরের ১২ এবং বাকি একজন শাজাহানপুরের বাসিন্দা। মঙ্গলবার দুপুুুর একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১১জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৭৯৯জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৩৪০জনে দাঁড়িয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২১৯জন।