যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন

154

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টা ও স্থানীয় সময় দুপুর ১২টায় ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিংয়ের ওয়েস্ট ফ্রন্টে এ শপথ গ্রহণ করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী ট্রাম্পকে শপথ পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

এর আগে অনুষ্ঠানে প্রথমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

কমলার শপথের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। নিজের পরিবারের ১২৭ বছরের পুরোনো বাইবেলের একটি কপি হাতে শপথবাক্য পাঠ করেন বাইডেন।

বাইডেন-কমলার শপথ অনুষ্ঠানে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উপস্থিত ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হোয়াইট হাউস ছেড়ে গেছেন ।১৮৬৯ সালে অ্যান্ড্রু জনসনের পর থেকে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তাঁর উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকলেন।

শপথ অনুষ্ঠানে বাইডেন-কমলা হ্যারিস
অভিষেক অনুষ্ঠানস্থলে আরও উপস্থিত ছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি, পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। জীবিত ও সবচেয়ে বয়স্ক সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার অনুষ্ঠানে যোগ দেওয়ার তেমন আশা নেই। আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হোয়াইট হাউস ছেড়ে গেছেন।

বাইডেনের শপথ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন করেন সংগীত তারকা লেডি গাগা। এ সময় উপস্থিত সবাই বুকে হাত দিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে একাত্ম হন। কমলা হ্যারিসের শপথের পর সংগীত পরিবেশন করেন জেনিফার লোপেজ।

শপথ গ্রহণ উপলক্ষে দিনের শুরুতে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ওয়াশিংটন ডিসির সেন্ট ম্যাথিউ দ্য আপোসলের ক্যাথেড্রালে প্রার্থনা করতে যান জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ ভোর সোয়া ৫টায় হোয়াইট হাউস ত্যাগ ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান। সেখানে একটি সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন। জয়েন্ট বেস অ্যান্ড্রুজের অনুষ্ঠানে ট্রাম্প সমাপনী বক্তব্য রাখেন।

নতুন বিশ্ব নেতার শপথ অনুষ্ঠান কেন্দ্র করে ওয়াশিংটনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। মোতায়েন করা হয় প্রায় ২৫ হাজার ন্যাশানাল গার্ড। ওয়াশিংটনের বিশাল একটি এলাকাকে কার্যত নিশ্ছিদ্র এক দুর্গে পরিণত করা হয়। একটু পরপর ব্যারিকেড, কাঁটাতারের বেড়া এবং ক্যাপিটলের চারদিকে সাত ফুট উঁচু ইস্পাতের অস্থায়ী দেয়াল দেওয়া হয়।