সারিয়াকান্দী সোনাতলার উন্নয়ন একমাত্র আব্দুল মান্নানের জন্য সম্ভব হয়েছে; অ্যাডঃমিনহাদুজ্জামান লীটন

174

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায় মহেশ পাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শামছুল হক মন্ডলের আয়োজনে মরহুম জননেতা আব্দুল মান্নান এমপির ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মিনহাদুজ্জামান লীটন। ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আছাব্বর আলী খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহিদুল বারী খান রব্বানী,সহ সভাপতি ও তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শামছুল হক মন্ডল,যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান আকন্দ,উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদ। সভা পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শামীম রাব্বী।