দুপচাঁচিয়ায় শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

214

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত কম্বল দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র ও ছিন্নমূল শিশুদের বিদ্যালয় দুপচাঁচিয়া শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল ২১জানুয়ারি বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সাবেক ব্যাংকার সাংবাদিক আজিজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ। এদিন বিদ্যালয়ের ৫৫জন শিক্ষার্থীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।