বগুড়ায় আলোচিত চুরির মামলায় রঞ্জু ও ফটুর জামিন না মঞ্জুর

138

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার
বগুড়া দিনদুপুর কাগজ পত্রসহ ৩৬ লক্ষাধিক টাকার চুরির অভিযাগ দায়রকত মামলায় মাফাজ্জল হাসন রঞ্জু ওরফ ধলা ও ডাঃ মাঃ ফরদস আলম ওরফ ফটুর জামিনর আবদন না মঞ্জুর কর জল হাজত প্ররণর আদশ দিয়ছন আদালত। আজ বহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মাছাঃ আসমা মাহমুদ এর আদালত ২ আসামির জামিনর আবদন করল শুনানী শষ তাদর জামিন না মঞ্জুর কর জল হাজত প্ররণর আদশ দন। আসামিদ্বয় হলন বগুড়া শহরর কাটনারপাড়ার টিনপট্টির মত মাসলম উদ্দিনর ছল মাফাজ্জল হাসন রঞ্জু ওরফ ধলা এবং জলশ্বরীতলার ট্রপিকাল ইলিয়াছর মত তবিবর রহমানর ছল মাঃ ফরদস আল ওরফ ফটু। শহরর সুত্রাপুরর গাহাইল রাডর (রপকথা হাউজিং ফ্লাট নং ডি-৬) এর মাঃ সামছুল হকর ছল এস এম আতায়ার হাসন মানা কর্তক শাজাহানপুর থানায় ওই আসামিদর বিরুদ্ধ দায়রকত মামলার অভিযাগ উল্লখ করা হয়ছ য, গত ১৯ ডিসম্বর দুপুর ১টার দিক আসামিরা শাজাহানপুর উপজলার শাকপালা মাড় সরিফা প্রস এন্ড পাবলিকশন, এস আর প্রস এন্ড পাবলিকশন এবং দনিক মুক্তজমিন নামীয় পত্রিকার ছাপাখানা তার ব্যবসা প্রতিষ্ঠান প্রবশ কর সরকারি বই ছাপানার চুক্তিপত্র, অফিসিয়াল কাগজপত্র অফিসর আসবাবপত্র, টিভি ফ্রিজ ও সরকারর বিনামূল্যর বই বিতরণর কাগজ ক্রয়র নগদ ৩০ লাখ টাকাসহ ৩৬ লাখ ৬৫ হাজার ৭শ’ টাকার মালামাল চুরি কর নিয় যায়।