শিবগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন;লিটন

113

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি∷
বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এ যুবলীগের বিশেষ কর্মী সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ওই কর্মী সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সভাপতি ও বিআরটির সাবেক পরিচালক শুভাশীষ পোদ্দার লিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সভাপতি ও বিআরটির সাবেক পরিচালক শুভাশীষ পোদ্দার লিটন বলেছেন, বঙ্গবন্ধুর যোগ্য ভাগিনা শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ যুবলীগ প্রতিটি লড়াই সংগ্রামে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। অতিতের সকল আন্দলনে বাংলাদেশ যুবলীগের সক্রিয় অংশ গ্রহণ ছিলো। সেই ধারাবাহিকতায় সকল আন্দোলনে লড়াই সংগ্রামে যুবলীগ সফল হয়েছে। তেমনি আগামী ৩০ জানুয়ারি পৌর নির্বাচনে যুবলীগ কে নৌকা মার্কায় মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক কে নির্বাচিত করতে সকল দ্বিধা দ্ব›দ্ব ভুলে এক হয়ে কাজ করতে হবে। তবেই আমাদের জয় সুনিশ্চিত হবে। এই নির্বাচন ছিনিয়ে আনতে যুবলীগ কে জীবন বাজী রাখতে হবে। হাজার বছরের প্রাণ পুরুষ বাংলার রাখার রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে একটি স্বনির্ভর মধ্যম আয়ের দেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৮ ঘন্টা দেশের মানুষের জন্য নির্ধারণ করে তাদের সেবা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। যে মানুষ কারো কাছে কোন দিন মাথা নত করেনি, দেশের মানুষের জন্য নিজের জীবন বাজী রেখে কাজ করে চলছেন। এই জননেত্রী শেখ হাসিনা কে কয়েক বার হত্যার জন্য একটি কু-চক্রী মহল উঠে পড়ে লেগে ছিলো। সেই ধারাবাহিকতায় কোটালী পাড়ার বোমা হামলা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা সহ বেশ কয়েক বার হত্যার পরিকল্পনা করেছিল। বাংলার মানুষের ভালবাসা ও আল্লাহর অশেষ রহমতে তিনি বাংলাদেশকে একটি উন্নয়ন শীল দেশে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। সেই নেত্রী শিবগঞ্জের নৌকার মাঝি হিসাবে তৌহিদুর রহমান মানিক কে আপনাদের কাছে পাঠিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিলে শিবগঞ্জের উন্নয়ন হবে। তথা এলাকার অসহায় অবহেলিত গরীব, দুঃখী মানুষের যোগাযোগ ব্যবস্থা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবর স্থান, মন্দির, শ্মশান সহ সকল প্রকার উন্নয়ন কাজ মেয়র মানিক করেছেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী পৌর নির্বাচনে মানিককে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়-যুক্ত করতে হবে। মানিক মেয়র নির্বাচিত হলে আপনাদের এলাকার অসমাপ্ত কাজগুলি অতি সহজেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করিয়া দিবেন সেই সাথে উন্নায়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দিতে হবে।
যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে উক্ত কর্মী সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোবার্শ্বের হোসেন স্বজরাজ, আওয়ামীলীগ দলীয় নৌকা মার্কার মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাছিরুজ্জামান টিপু, শফিকুল আলম শিপুল, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এনামুল জাহিদ তিতাস, সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদ রুবেল, জেলা যুবলীগ সদস্য শ্রী দিপেশ চন্দ্র প্রাং, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, মনোয়ার হোসেন, হারুনুর রশিদ, পৌর যুবলীগ সভাপতি আজিজুল হক মিলন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক খ.ম শামীম, কাউন্সিলর প্রার্থী সাহাবুদ্দিন শিবলী, শাহিনুর ইসলাম, শামীম আহমেদ, আব্দুল মতিন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতৃবৃন্দ।