আদমদীঘিতে গাঁজাসহ গ্রেফতার ১

177

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে ৩০০ গ্রাম গাঁজাসহ ফিরোজ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে সাঁতাহার এলাকার আবুল কালামের ছেলে।

শুক্রবার সকালে আদমদীঘির ইয়ার্ড কলোনী বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আদমদীঘির ইয়ার্ড কলোনী বটতলী এলাকায় মাদক কেনাবেচা চলছে। তখন তাদের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩০০ গ্রাম গাঁজাসহ ফিরোজকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, শুক্রবার দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।