অনলাইন ডেস্ক
আরএফইডির সভাপতি সোমা সম্পাদক জেবেল, যুগ্ম-সম্পাদক সিরাজুজ্জামান
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সোমা ইসলাম। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের কাজী জেবেল। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪.কমের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান।
শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আরএফইডির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোনো প্রার্থী না থাকায় সহ-সভাপতি ছাড়া সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে গাজী শাহনেওয়াজ (সংবাদ প্রতিদিন) ও একরামুল হক সায়েম (এটিএন বাংলা) নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সম্পাদকমণ্ডলীতে সিরাজুজ্জামান ছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুকিমুল আহসান হিমেল (চ্যানেল টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবীর (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক আরিফুল ইসলাম (দৈনিক আলোকিত বাংলাদেশ), দফতর সম্পাদক সুলতানা জাহান মিতু (দীপ্ত টিভি), প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক পদে আসাদুর রহমান (দৈনিক আমাদের সময়)।
এছাড়াও সদস্য পদ পেয়েছেন- আহমেদ ফয়েজ (ডেইলি নিউ এইজ), গোলাম সামদানি (সারাবাংলাডটনেট), নিয়াজ মোর্শেদ (মাছরাঙা টিভি) ও কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি)।