৩কোটি ৪লাখ টাকা ব্যয়ে গাবতলীর নেপালতলী হাইস্কুলে বন্যা আশ্রয় কেন্দ্র নিমার্ণ কাজের উদ্ধোধন

221

মুহাম্মাদ আবু মুসা

গতকাল বগুড়া গাবতলীর নেপালতলী উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নিমার্ণ কাজের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ ইমরান হোসেন রিবন, রুমানা আজিজ রিংকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আক্তার, থানার ওসি মোঃ নুরুজ্জামান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার জাকির হোসেন, নেপালতলী ইউপি চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু, নেপালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল ইসলাম টিটু, সৈয়দ আহম্মদ কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষ অফিসার আশরাফ আলী, বুলবুল আহম্মেদ, ঠিকাদারী কাজে দায়িত্বরত হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রয়েল প্রমূখ। ৩কোটি ৩লাখ ৮৭হাজার ৬’শ ৫৬টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করবে দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রনালয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স একেএম ফজলুর রহিম ২০২২সালের ২৮জুন এর মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবে বলে সংশ্লিষ্ঠ দপ্তর থেকে নিদের্শনা দেয়া হয়েছে।