বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ১৮, সুস্থ ৩২

207

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০০টি নমুনার ফলাফলে নতুন করে ১৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৮ জনের সবাই সদরের  বাসিন্দা।

শুক্রবার  সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা  স্বাস্থ্য দপ্তর।

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ২১ জানুয়ারি জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় ১৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৭ নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৮১৭জন এবং সুস্থতার সংখ্যা ৯হাজার ৩৭২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৪০জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২০৫জন।