সিরিজ জিততে আজ যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

110

খেলাধুলা ডেস্ক

নিজেদের মাঠে, চেনা কন্ডিশনে অনভিজ্ঞ ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে গুঁড়িয়ে দিলেও তৃপ্তি নেই টাইগারদের। ম্যাচ জিতলেও বাংলাদেশ দলের খামতি ছিল অনেক। কাঙ্খিত পারফরম্যান্সের দেখা মেলেনি। তাই আজ দাপুটে পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার (২২ জানুয়ারি) মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যথারীতি বেলা সাড়ে ১১টায় শুরু ম্যাচ। এই ম্যাচে জয়লাভ করতে পারলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে অবশ্যই জয়লাভ করতে হবে ওয়েস্ট ইন্ডিজের। ইতোমধ্যে এ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ।

আজকের ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি- স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সব কয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সরকারি টিভি চ্যানেল বিটিভি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: সুনীল অ্যামব্রিস, জোশুয়া দা সিলভা, জন আন্দ্রে ম্যাকার্থি, জন নক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জহ্মার হ্যামিলটন, রেমন রেফার, আলজারি জোসেফ, টি চেমার হোল্ডার।