উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া থেকেঃ মুজিব শতবর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ ছাত্রসমাজ ক্রিকেট কাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি নক আউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ধাপহাট খেলার মাঠে প্রধান অতিথি হিসাবে এ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের সদস্য আবু সাঈদ ফকির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউপি সদস্য আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রজনী ইসলাম, সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক রতন আলী, তথ্য বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাকিম মন্ডল, যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান জিহাদ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহীদ আকন্দ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল হোসেন, রেজাউল ইসলাম, এনামুল, স¤্রাট, আইতানুর ইসলাম, কায়ছার আলী, আজিজুল হক, হামিদুল ইসলাম সহ কাবের সদস্যগণ। উদ্বোধনী খেলায় কাহালু ক্রিকেট কাব বনাম মোলামগাড়ী ক্রিকেট কাব অংশ নেয়। খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন মিন্টু খান ও মেহেরুল ইসলাম। এ টুর্ণামেন্টে ৮টি টিম অংশগ্রহণ করবে।