এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পেলেন জমি ও বাড়ি।
মুজিববর্ষের উপহার হিসেবে ধুনট উপজেলার ১০১টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে ভূমিসহ নির্মাণকৃত দৃষ্টিনন্দন বাড়ি বিনামূল্যে তুলে দেওয়া হয়।
আধুনিক মানসম্মতভাবে গৃহগুলো নির্মাণ করে সেখানে এখন ভূমিহারা, গৃহহারা মানুষগুলো নতুন করে সংসার শুরু করবেন। ২৩ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বাড়িগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধুনট উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নে ০৯ টি, ২নং কালের পাড়া ইউনিয়নে ১০টি, ৩নং চিকাশী ইউনিয়নে ১১টি, ৪নং গোসাইবাড়ি ইউনিয়নে ১৫ টি, ৫নং ভান্ডাবাড়ি ইউনিয়নে ০৫ টি, ৬ নং ধুনট সদর ইউনিয়নে ১২টি, ৭নং এলাঙ্গী ইউনিয়নে ১০ টি, ৮নং চৌকিবাড়ি ইউনিয়নে ১০ টি, ৯নং মথুরাপুর ইউনিয়নে ১০ টি, ১০নং গোপালনগর ইউনিয়নে ০৯ টি,সবমোট উপজেলার ১০টি ইউনিয়নের ১০১টি ভূমি গৃহহীনরা এই জমি ও বাড়িগুলো পাইলেন। এই প্রতিটি গৃহ নির্মাণ বাড়ির ব্যয় হচ্ছে ১লক্ষ ৭১ হাজার টাকা
২৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় সারাদেশে এই বাড়িগুলো হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধুনট উপজেলায় হলরুমে ভিডিও কনফারেন্সের আগমুহূর্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর- ধুনট নির্বাচনে এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই নূরনবী তারেক, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহানিন আলম, ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস আলম, উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল কাদের শিপন,কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারেজ উদ্দিন আকন্দ,ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া, গোসাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মুকুল, ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর করিম আপেল, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন সরকার, ধুনট প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদসহ ধুনট উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।