বগুড়ায় ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও নির্বাচনী মতবিনিময় সভা

251

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের কলোনী বটতলা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল আজিজ এলিসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন শাহিন, শেখ শামিম, এ্যাডোনিস বাবু তালুকদার, পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আমীন লিডার, সেলিম মাহমুদ ফেরদৌস।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেত্রী ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাকিয়া সুলতানা আলেয়াসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।