বিনোদন ডেস্ক
আগামীকাল সাতপাকে বাঁধা পড়ছেন বরুণ ধাওয়ান-নাতাশা দালাল। আলিবাগের পাঁচতারা হোটেলেই বসছে বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের আসর। বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই আলিবাগে পৌঁছে গিয়েছেন ধাওয়ান এবং দালাল পরিবারের সদস্যরা। বরুণ, নাতাশার বিয়ের আগের অনুষ্ঠান আজ থেকেই শুরু হচ্ছে। বলিউডের হাই প্রোফাইল বিয়ের আসর নিয়ে পেজ থ্রির পাতা সরগরম হয়ে উঠতে শুরু করেছে। তবে সেখানে পাপারাৎজির প্রবেশের অধিকার নেই। পাশাপাশি বরুণের বিয়ে উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ঘেরাটোপে রয়েছে আলিবাগের ম্যানশন হাউস নামে ওই পাঁচতারা রিসর্ট। একের পর এক সিসিটিভি ক্যামেরার নজরদারিতেই বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে।
এদিকে আলিবাগে বিয়ে করতে যাওয়ার আগে ক্যামেরার মুখোমুখি হন বরুণ ধাওয়ান। সেখানে বিয়ের জন্য তাকে আগাম শুভেচ্ছা জানান পাপারাৎজি। যা শুনে বরুণ যেন আকাশ থেকে পড়েন। এদিকে বিয়ের জন্য বি টাউনের সেরা মেহেন্দি শিল্পী বীণা নাগডাকে নিয়ে আসা হয় আলিবাগে। জানা যাচ্ছে, শনিবার বীণা নাগডাই নাতাশাকে মেহেন্দি পরাবেন।