ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বিলহামলা হাটের গলিতে নুয়েপড়া ১টি ডালপালা বিহীন নামে মাত্র বটগাছটি হাটুরেদের মরণ ফাঁদ! বটগাছটি একেবারেই ডালপালা বিহীন, গাছটি সামান্য পরিপক্ক হয়ে মুখথুবড়ে পড়ার উপক্রম হয়ে আছে। যা হাটুড়েদের চলাচলের প্রতিনিয়তই বাঁধা সম্মূখীন হতে হচ্ছে। এছাড়া সামান্য ঝড়-বৃষ্টিতে উপড়ে পড়ার উপক্রম হয়ে আছে। যার ফলে দূরদূরান্ত থেকে আসা হাটুরেদের জান-মালের ক্ষতি সাধনের কারণ হয়ে দাড়িয়েছে। গাছটি দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সচেতন মহল।