বৃহত্তর বগুড়া সমিতি ও উত্তরবঙ্গ জনকল্যান সমিতির যৌথ উদ্যোগে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ

175

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

অদ্য ২৩/০১/২০২১ইং, শনিবার বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা ও উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, ঢাকা এর যৌথ উদ্যোগে বগুড়ার রাণীরহাট (মাথুলচাপড়) এলাকায় গরীব ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি, ঢাকার সহ-সভাপতি জনাব এ,কে,এম কামরুল ইসলাম, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আজিজুল হক ও জনাব লায়ন মাসুদ তালুকদার (সাধারন সম্পাদক, আইডিয়াল লায়ন্স ক্লাব, বগুড়া), বগুড়ার নাট্যগুরু বগুড়া থিয়েটার এর সাধারন সম্পাদক এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের মহাসচিব তৌফিক হাসান ময়না, বগুড়া ইয়ুথকয়ার এর সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লায়ন আতিকুর রহমান মিঠু, লায়ন্সক্লাব বগুড়া আইডিয়ালের রিজিয়ন চেয়ারপারসন মাহমুদ হোসেন পিন্টু, লায়ন্স ক্লাব বগুড়া আইডিয়ালের সভাপতি এবং নাট্যজন মির্জা আহসানুল হক দুলাল, লায়ন্স ক্লাব বগুড়া মহাস্থানের সাধারন সম্পাদক জিল্লুর রহমান শামিম প্রমুখ।