করোনায় আক্রান্ত জিদান

136

অনলাইন ডেস্ক

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দুঃসময় যেন কাটছেই না! স্পেনের থার্ড ডিভিশনের অখ্যাত এক ক্লাবের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে মাদ্রিদিস্তারা। এবার যোগ হলো আরো একটি দুঃসংবাদ। ক্লাবে হানা দিল করোনাভাইরাস। এবার ক্লাবের কোচ জিনেদিন জিদান হলেন কোভিড নাইন্টিনের শিকার।

এমন এক সময়ে সেটি জানা গেছে, যখন আজকের ম্যাচ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছিলেন ফরাসী কোচ। তার আগেই জানা গেল, করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন জিদান। ফলে সংবাদ সম্মেলনে আর আসা হয়নি তার।

আজ (শনিবার) লা লিগার ম্যাচে আলাভেজের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বলা বাহুল্য, এই ম্যাচের ডাগআউটে থাকছেন না জিদান।

তবে ক’দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে সেটি জানা যাবে তার সুস্থতার পর। আপাতত লা লিগার প্রটোকল মেনে ১০ দিনের আইসোলেশনে থাকবেন জিদান।

তার পরিবর্তে ক্লাবের কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ডেভিড বেত্তনি। আলাভেজের ম্যাচের পর আগামী ৩০ জানুয়ারি লেভান্তের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এরপর ৬ ফেব্রুয়ারি হুয়েস্কা এবং ৯ ফেব্রুয়ারি তারা খেলবে গেতাফের বিপক্ষে।