বগুড়া সদর উপজেলার ২৫০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার নতুন গৃহ

150

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টারঃ শনিবার সকাল ১০ টায় সারা দেশের ন্যায় বগুড়া সদর উপজেলায় ২৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের দলিল, কাগজ পত্র সহ মালিকানা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গ বন্ধুর কন্যা শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহম্মেদ। এ সময় তিনি বলেন, বিশ্বের কোন দেশই এধরণের কাজ করতে সক্ষম হতে পারেনি, যা আমাদের দেশের পধান মন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। তার কঠোর পরিশ্রমের ফলই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি গরীবদের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। যার উদাহরণ সারা বাংলাদেশে ৬৬ হাজার ১৮৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘর প্রদান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা- আজাহার আলী মন্ডল, উপজেলা ভুমি কর্মকর্তা বীর আমীর হামজা,সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, আওয়ামীলীগ নেতা আল-রাজি জুয়েল, মাশরাফি হিরো, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, মাহফুজা খানম লিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, ডালিয়া আক্তার রিক্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির, উপ- সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, প্রভাষক কামরুল হাসান ডালিম, প্রভাষক কামরুল হুদা উজ্জল, জাহেদুর রহমান, আবু সালেহ নয়ন, শহিদুল ইসলাম, আলিমদ্দিন, মাফতুন আহম্মেদ, ইফতারুল ইসলাম মামুন, খলিলুর রহমান, সাইফুল ইসলাম, আবু বাশার মানিক, আ: জলিল, মমিনুর ইসলাম রকি, মাহুবুর রহমান, নুনগোলা ইউপির চেয়ারম্যান প্রার্থী বদরুল আলম, মাষ্টার নুর আলম, সহ জেলা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা অফিসের সকল কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে ১৮ টি ঘরের চাবী প্রদান করেন।