দড়ি ধরে শূন্যে ভাসছেন সারা

250

অনলাইন ডেস্ক

বলিউডের এখন অন্যতম প্রিয় ডেস্টিনেশন মালদ্বীপ। করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর শান্ত, নিরিবিলি মালদ্বীপকেই ছুটি কাটানোর জন্য বেছে নিচ্ছেন বলিউড তারকারা।

এবার সেই তালিকায় যুক্ত হলেন সারা আলি খান। মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

কিন্তু ঘুরতে গিয়েও শরীরচর্চা থেকে বিরত নেই সারা আলি খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সারা।

যেখানে কালো ক্রপ টপ ও যোগা পোশাকে দড়িতে উল্টো হয়ে ঝুলছেন বলিউডের এই অভিনেত্রী। নিখুঁত এরিয়াল যোগায় মগ্ন তিনি। শূন্যে ভাসছে তার শরীর।

শুধু শরীরচর্চার ভিডিও নয়, মনোকিনি পরে বোল্ড ছবিও শেয়ার করেছেন সারা আলি খান