আবু সাঈদ হেলাল ষ্টাফ রিপোর্টারঃ অনলাইন নিউজ পোর্টাল যমুনা নিউজ বিডি এর উদ্যোগে শনিবার রাতে বগুড়া পৌরসভার গন্ডগ্রাম, কৈগাড়ী,ফুলদিঘী,সুজাবাদ এলাকার শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ঘন কুয়াশা ও শীতে মানুষ যখন কাহিল ঠিক সেই সময়ে গভীর রাতে এলাকায় ঘুরে ঘুরে অসহায়, বিধবা ও দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যমুনা নিউজ বিডি সম্পাদক ও পার্করোড বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন , শ্রমিক নেতা বেলাল হোসেন, আনোয়ার হোসেন,নজরুল ইসলাম, সাহরিয়ার সিয়াম , সেতু ,মামুন প্রমুখ।