বগুড়ায় গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

167

আবু সাঈদ হেলাল ষ্টাফ রিপোর্টারঃ অনলাইন নিউজ পোর্টাল যমুনা নিউজ বিডি এর উদ্যোগে শনিবার রাতে বগুড়া পৌরসভার গন্ডগ্রাম, কৈগাড়ী,ফুলদিঘী,সুজাবাদ এলাকার শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ঘন কুয়াশা ও শীতে মানুষ যখন কাহিল ঠিক সেই সময়ে গভীর রাতে এলাকায় ঘুরে ঘুরে অসহায়, বিধবা ও দুস্থদের মাঝে  শতাধিক কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যমুনা নিউজ বিডি সম্পাদক ও পার্করোড বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন , শ্রমিক নেতা বেলাল হোসেন, আনোয়ার হোসেন,নজরুল ইসলাম, সাহরিয়ার সিয়াম , সেতু ,মামুন প্রমুখ।