অনলাইন ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলায় শনিবার দিবাগত রাতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মনসুর আলম (১৯) ও হুমায়ুন কবির (১৮) নামের দুই তরুণ। এ সময় মো. জোবায়ের (১৮) নামের আরো এক তরুণ আহত হয়েছেন। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চৌক্ষ্যং ইউনিয়নের কোণারপাড়া গ্রামে রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল রাত ৩টার পর ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত মো. জোবায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার মেরাইতঙ পাহাড় থেকে ১০/১২টি বন্য হাতির একটি দল এই তাণ্ডব চালিয়েছে। বছরের এই মৌসুমে মায়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্য হাতির বিচরণ ঘটে। খাবারের সন্ধানে তারা প্রায় আশপাশের জনপদে ঢুকে পড়ে এবং জানমালের ক্ষতিসাধন করে।