খেলাধুলায় হার-জিত থাকবেই,একদল জিতবে একদল হারবে -ইউপি চেয়ারম্যান শফি

318

সোহাগ মাহবুবঃ খেলাধুলায় হার-জিত থাকবেই, একদল জিতবে একদল হারবে। এটা আমাদের সব সময় মনে রাখা উচিৎ। তাই খেলাধুলা মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব, গ্রামের অনেক খেলোয়াড় আজ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলছেন। তাই মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলা কোন বিকল্প নাই উপরোক্ত প্রধান অতিথি বক্তব্যে বলেন রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

রবিবার(২৪শে জানুয়ারি) বিকালে বগুড়া শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়নের গড় মহাস্থান বানারশি খেলোয়াড় কল্যাণ পরিষদের উদ্যােগে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজ সেবক আলিম উদ্দিনের সভাপতিত্বে ও ইন্না মিয়া সহ-সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলাউদ্দিন, সহ কারি শিক্ষক সুফি আলম, আবু তাহের মতিউর রহমান মতি, বাবু মিয়া, রবিউল ইসলাম রবি সহ প্রমূখ।

খেলায় গড় মহাস্থান দক্ষিণ পাড়া নাজমুল স্মৃতি সংঘকে ০-১ গোলে হারিয়ে বানারশি সাগর একাদশ জয় লাভ করে। শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলকে ১টি খাঁসি ও রানারআপ দলকে একটি রাজহাঁস হাতে তুলেদেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ইসমাইল হোসেন, রিফারী সবুজ, সহ কারি লাইসম্যান মাহবুব ও মোস্তফা।
ক্লাবের সদস্যদের মধ্যে মামুন, স্বাধীন, ইব্রাহিম, নয়ন, আরিফ সহ বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়াপ্রেমী দর্শক।