দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের মাতার ইন্তেকাল

139

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির দুপচাঁচিয়া থেকেঃ
দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মাতা ফজিলাতুন্নেছা বেওয়া(৮০) বার্ধক্যজণিত কারণে গত ২৩জানুয়ারি শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি তালোড়া পৌর এলাকার পগুইল মহল্লার মৃত মোকলেছার রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৬ছেলে, ৩মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল রোববার বেলা ১১টায় পগুইল মহল্লায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদস্য আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সহসভাপতি শরিফুল আলম শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শ্রাবণ আবেদীন সনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ স্মরণ, তালোড়া পৌর মেয়র ও পৌর আ‘লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা যুবলীগের সহসভাপতি হাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, আবু রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, রাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, সাবেক সভাপতি শামছুল আলম টপি, পৌর কাউন্সিলর শরিফুল আলম স্বাধীন, হাসেম আলী, আ‘লীগ নেতা আমিরুল ইসলাম চৌধুরী তাজু, আব্দুল হাই খন্দকার, আমিনুর রহমান,তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন সহ এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।