নারায়ণগঞ্জে ৯০২টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ১০

108

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯০২টি চোরাই মোবাইলসহ দশজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো, মো. সাহাজুল ইসলাম সাজু (৫০), কবির হোসেন (৪২), রোমান মোল্লা (২৪),মো. রাসেল গাজী মিঠু (২৯), হাবিবুর রহমান (৫০), মো. রাজু আহম্মেদ (২৯), নবীর হোসেন (৩২), মো. শাহীন (২৫), মো. জয়নাল আবেদীন (৩০) ও মো. হাবিব উল্লা সোহাগ (২৫)।

রোববার (২৪ জানুয়ারি) র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২২ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নারায়নগঞ্জের সোনারগাঁও কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, গ্রেফতারকৃত আসামিরা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে চোরাই মোবাইল নিজেদের কাছে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।