বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে সোনাতলায় ১২৫ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর প্রদান

162

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন জাতির পিতার জন্মশতবাষিকী মুজিববর্ষে এদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এরই ধারা বাহিকতায় সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় মুজিববর্ষ উপলক্ষে ১২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান কার্যক্রম সকাল ১০ টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্স মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন পূর্ব মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘরের বন্দোবস্তু করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে সরকার। ২৩ জানুয়ারী উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, , উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভুমি) কাবেরী জালাল, সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পো,সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামিম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাজু, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল প্রমূখ। এ সময় নির্বাহী অফিসার জানান, ভুমি ও গৃহহীন পরিবারের প্রতিটি ঘর ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দে নির্মাণ করা হয়েছে।