ব্রাজিলে বিমান দুর্ঘটনায় চার ফুটবলার নিহত

164

অনলাইন ডেস্ক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে লাস পালমাস ক্লাবের প্রেসিডেন্টসহ চার ফুটবলার নিহত হয়েছেন। দুর্ঘটনায় মারা গেছেন বিমানের পাইলটও। খবর ডেইলি মিররের।

সোমবার (২৫ জানুয়ারি) দেশটির লুজিমাঙ্গুয়েস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এদিন রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল।

দুর্ঘটনার পর পর ম্যাচটি স্থগিত করা হয়েছে।

লাস পালমাস ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব। দুর্ঘটনার পর ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, ভিলা নোভার বিপক্ষে ম্যাচের জন্য বিমানে করে খেলতে যাচ্ছিলেন তারা। বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন করার পর পরই ভূপাতিত হয়। এতে ঘটনাস্থলেই প্রেসিডেন্ট লুকাস মেইরা, পাইলট ওয়াগনার মাচাদো, ফুটবলার- লুকাস পার্কদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি ও মার্কাস মোলিনারি মারা যান।

চার বছর আগে ব্রাজিলের শাপেকোয়েনসের সেই দুর্ঘটনা এখনো কাঁদায় দেশটির ফুটবলকে। এরমধ্যে আবার বিমান দুর্ঘটনা শোকের ছায়া নামলো সেলেকাওদের ফুটবলে।