গাবতলীতে বিএনপি নেতা আতিক গ্রেফতার ॥ নেতৃবৃন্দ’র ক্ষোভ ও নিন্দা

131

মুহাম্মাদ আবু মুসা

বগুড়ার গাবতলী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক (৪৮) কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পূর্বে তাঁর বাড়ি উপজেলার উনচুরখী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে থানা নিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলার আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারীমূলে (ওয়ারেন্ট) গ্রেফতার করা হয়। আতিকুর রহমান আতিক উনচুরখী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ দিকে তাঁকে (আতিক) গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছেন বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং গাবতলী ও শাজাহানপুর এলাকার সাংগঠনিক নেতা এমআর ইসলাম স্বাধীন, থানা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, পৌর মেয়র প্রার্থী সাইফুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলী, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। জেলা বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। নেতৃবৃন্দ অবিলম্ভে গ্রেফতারকৃত আতিকুর রহমান আতিক এর নিঃশর্ত মুক্তির দাবী জানান।