দুপচাঁচিয়ায় ৭নং বিট পুলিশিংয়ের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত

191

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’-শ্লোগানকে সামনে রেখে দুপচাঁচিয়া পৌর এলাকার ৭নং বিট পুলিশিং এর আয়োজনে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রতিবদ্ধ বিষয়ক সচেতনতামূলক পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌছোনোর লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭জানুয়ারি বুধবার বিকেলে ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও এসআই শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিপা বেগম, ডিমশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, অভিভাবক সদস্য হোসেন আলী প্রমুখ।