প্রথম করোনা টিকা নিতে যাওয়া কে এই রুনু?

114

অনলাইন ডেস্ক

দেশে আজ শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্খিত করোনা টিকাদান কর্মসূচি। বাংলাদেশে প্রথম করোনার টিকা নেবেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা ডি কস্তা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভার্চুয়ালি সংযুক্ত হয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথম দিন রুনুসহ ২৫ জনকে টিকা দেওয়া হবে।

রুনু বেরুনিকা কস্তার সঙ্গে একই হাসপাতালের দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নেবেন।

চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেবেন মেডিসিন কনসালট‌্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন। করোনার টিকা নেবেন আরো দুই চিকিৎসক। তবে তাদের নাম জানা যায়নি