বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন উদ্বোধন

166

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত “মুজিব বর্ষ” যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে উদযাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ১০ জানুয়ারী ২১ইং থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ডিজিটাল ম্যারাথনে দেশব্যাপী ১০ লক্ষ জনতার অংশগ্রহনের অংশ হিসেবে বুধবার বগুড়া সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সুচনা হয়। উক্ত অনুষ্টানে জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থিকে এর  উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী ভাষনে আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অন্তরে ধারণ করে দেশপ্রেমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকতে সকলকে আহবার জানান। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ অংশগ্রহনকারী সকলকে তিনি অভিনন্দন জানান এবং যথাযথ করোনা প্রটোকল মেনে অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের  সাথে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল  ম্যারাথন-২০২১ এ বগুড়া এরিয়ার প্রায় ১০,০০০ সামরিক ও ৭০,০০০ বেসামরিক জনবল অংশগ্রহন করবেন।