শিবগঞ্জে শিশু স্বাধীন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

123

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে (মোকামতলা-জয়পুরহাট রোডে) আমতলী বন্দরে, বেলতলী হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের আবাসিক শিশু শিক্ষার্থী স্বাধীন শেখ এর হত্যার সুষ্ঠ বিচারের দাবীতে আজ বেলা ১২ ঘটিকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আমতলী মাঝপাড়া গ্রামের শাহ আলম শেখের শিশু পুত্র স্বাধীন শেখ (৭) পার্শ্ববর্তী কিচক বেলতলী হাফেজিয়া মাদ্রাসায় মক্তব বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিল। গত ১৬/০১/২১ ইং তারিখে রাতে স্বাধীন শেখের নানা নজরুল ইসলাম যথারীতি রাতের খাবার পাঠায়। মাদ্রসার ছাত্ররা জানান ঐ দিনই এশার নামায পর থেকে স্বাধীন নিখোঁজ হয়। এবং পরদিন ১৭/০১/২১ ইং তারিখে সকাল ৯ ঘটিকায় মাদ্রাসা হতে ১০০ গজ দূরে গাংনই নদীর দক্ষিণ পার্শ্বে ইউক্যালিপ্টাস গাছের নিচে স্বাধীনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় মাদ্রাসার কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারেনি।
মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, নিহত স্বাধীন শেখের বাবা শাহ আলম শেখ, যুবলীগনেতা শেখ কবীর বকুল, আওয়ামীলীগ নেতা দুলাল প্রধান, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বকুল মিয়া, সাঃ সম্পাদক আহাম্মেদ আলী, মিজানুর রহমান মজনু, আঃ হান্নান, মেহেদুল, হাকিম, মানিক প্রমুখ।
উক্ত মানববন্ধনে অত্র এলাকার প্রায় ৮০০ জনের মত নারী পুরুষ অংশগ্রহণ করে।