বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

167

প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাঁর নাম ব্যবহার করে পুণ্ড্র ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতারণামূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে)। বিবৃতিতে স্বাক্ষর করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিইউজে’র সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জে এম রউফ।
সংগঠন দুটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ওই ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের সাথে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ দৈনিক করতোয়া পত্রিকা ছাড়াও অন্যান্য জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রকাশ ও প্রচার হয়। সেই বিষয়টি নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রতিবাদ বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুকে ওই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য উল্লেখ করে তাঁর নামে বিজ্ঞাপন প্রকাশ করে। অথচ বিজ্ঞাপনটির বিষয়ে তাঁকে কোনকিছু অবহিত করা বা তার সম্মতি গ্রহণ করা হয়নি। এছাড়া তিনি ইতিপূর্বে ওই ভার্সিটির ট্রাস্টি বোর্ড থেকে পদত্যাগও করেছেন। তারপরও তাঁর নাম ব্যবহার করে ওই বিজ্ঞাপন প্রকাশ প্রতারণার সামিল। এই অঞ্চলের পাঠক নন্দিত একটি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকান্ড বগুড়ার সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করেছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে ওই ঘটনায় ভার্সিটি কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করে পত্রিকায় বিজ্ঞাপন প্রদানের আহ্বান জানান।